উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল মিছিল
রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড় উপজেলা বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে দলীয় অফিস থেকে মশাল হাতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শুরু করে, শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব আজাদ হোসেন জানান, পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের দেশে ফেরার সুযোগ নেই। বিগত ১৭ বছরে এই স্বৈরাচারী সরকার দেশের জনগণের স্বাধীনতা হরন করেছে। দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে।এছাড়াও বর্তমান সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য পায়তারা শুরু করেছে। তার প্রেক্ষিতে এই কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন,পৌর বিএনপির আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলদের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন,সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।