সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম টাইগারপাসে অবস্থিত নেভী কনভেনশন হলে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা। জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।ঘটনার প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ করেই শতাধিক ছাত্র-জনতা কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। এসময় তারা ফখরুল আনোয়ারকে দেখতে পেয়ে কনভেনশন হলের মূল ফটক দিয়ে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে। এসময় 'আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে','আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ' বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার টিম সেখানে উপস্থিত হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।তবে অনুষ্ঠানে ফটিকছড়ি-২ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন বলে গুঞ্জন ওঠে। কনভেনশন হল তল্লাশিপূর্বক তাদের গ্রেফতারের দাবি'তে রাত ৩টা (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) কনভেনশন হল ঘেরাও করে রাখে ছাত্র জনতা। এসময় তাদের প্রতিনিধিরা কনভেনশন হলে কর্তৃপক্ষের সহযোগিতায় কমিউনিটি সেন্টারের বিভিন্ন জায়গায় সাবেক এই দুই সাংসদের খোঁজে তল্লাশি চালায়। এদিকে ফখরুল আনোয়ারকে খুলশী থানায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি জানান, তার বিরুদ্ধে মামলা যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.