প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
সরিষাবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে জেলা বিএনপির সভাপতির কম্বল বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সেলিম স্মৃতি সংসদের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও থানা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক খায়রুল ইসলাম শ্যামল, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু,
থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল সেরিম স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও শীত জেঁকে বসেছে। এই শীতে কোনো দুঃস্থ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারী ও বেসরকারি ভাবে কম্বল বিতরণ করা হচ্ছে। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় কম্বল পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শীতার্ত মানুষেরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.