টংক আন্দোলনের প্রত্যক্ষদর্শী দূর্গাপ্রসাদ তেওয়ারীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে টংক আন্দোলনের প্রত্যক্ষদর্শী, স্বৈরাচার বিরোধী, কারা নির্যাতিত নেতা ও মণি সিংহ উদযাপন কমিটির সাবেক আহ্বায়ক দূর্গাপ্রসাদ তেওয়ারীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। শনিবার বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে এ স্মরণ সভা হয়৷ স্মরণ সভার শুরুতে এ মহান নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় উপজেলা সিপিবি‘র সভাপতি ও মেলা উদযাপন কমিটির সমন্বয়ক আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে ও উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন কমিটির সদস্য রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, মেলা উদযাপন কমিটির কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মেলা উদযাপন কমিটির নেতা মো. রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,মেলা কমিটির নেতা এভোকেট মানেশ চন্দ্র সাহা,মোরশেদ আলম,কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, দূর্গা প্রসাদ তেওয়ারির মেয়ে রঞ্জনা তেওয়ারী, ছাত্র ইউনিয়ন সভাপতি নূরে আলম খান, আদিবাসী নেতা নিরন্তর বানোয়ারী প্রমুখ। এ মহান নেতার স্মৃতিচারন করে বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামী, সামরিক শাসক ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের অন্যতম নেতা ছিলেন দূর্গাপ্রসাদ তেওয়ারী। টংক ও তেভাগা আন্দোলন থেকে শুরু করে গারো-হাজংসহ অবহেলিত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন এ নেতা । সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। দূর্গাপ্রসাদ তেওয়ারী সমাজ জীবনে যা অবদান রেখেছেন বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৩১ সালের ২০ আগস্ট দুর্গাপুর পৌর শহরের দেশওয়ালী পাড়ায় জন্ম গ্রহণ করিছেলন এ কিংবদন্তি নেতা। ২০২৪ সালের ৩১ জানুয়ারী বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।