রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে আর্থ সামাজিক অবস্থা উন্নয়নে ও অসহায় দরিদ্র শীতার্ত খেটে খাওয়া মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লংগদু সেনা জোন তেজস্বী বীরের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা ও রান্নাকৃত খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সম্প্রতি লংগদু জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন হাসানপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানায় জোন উপ-অধিনায়ক মেজর মারুফ হোসাইনের উপস্থিতে মানবিক সহায়তার অংশ হিসেবে ৩শ জনের মাঝে রান্নাকৃত খাবার প্রদান করা হয়েছে।এছাড়াও হাসানপুর এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করে সেনাবাহিনী। লংগদু জোনের উপ অধিনায়ক মেজর মারুফ হোসাইন বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবে সেনাবাহিনী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.