শেরপুর প্রতিনিধি: ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে শেরপুরের নকশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টায় উপজেলার চন্দ্রকোনা বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ শতাধিক বিএনপি কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় আমরা বিভিন্ন মেয়াদে জেল খেটেছি। পাঁচ থেকে বিশ এর অধিক পর্যন্ত আমাদের নামে মামলা রয়েছে। তারপরেও ছাত্রলীগের নেতার মায়ের করা মামলায় আমরা বিএনপি নেতারা ঘরে থাকতে পারছি না। এই সময়েও তাদের মিথ্যা মামলায় আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।এছাড়াও ছাত্রলীগ নেতার হামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ দুইজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এটা অত্যন্ত নেক্কারজনক। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার সহ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে হবে। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থানায় একটি মামলা রজু হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.