রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: এসো বন্ধু প্রাণের টানে’ স্লোগানকে ধারণ করে এসএসসি ২০০০ ব্যাচ এর ‘উৎসবে যাত্রা’ পুনর্মিলনী, ২৫বছর পুর্তি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, একটি সম্পর্কও নয়, বন্ধুত্ব একটা নিরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। এই প্রতিপাদ্যে এসএসসি ২০০০ ব্যাচে অংশ নেয়া বন্ধুদের নিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক উৎসবে পরিনত হয়েছে নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বিজয়পুর সাদামাটির পাহাড়। সারাদিনের কর্মসূচিতে ছিল সকালে খিচুড়ি খেয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা,ফুটবল খেলা, পুরোনো স্মৃতি নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তিতে দুপুরের খাবারের পর পুরস্কার বিতরণ এবং দিনব্যাপি কর্মযজ্ঞের সমাপনি। অনুষ্ঠান পরিকল্পনা করেন, মোঃ হারুন, মোঃ ইউনুছ, মোঃ রুবেল, মোঃ আলিউল আজিম, তোফাজ্জল হোসেন তালুকদার, মোঃ রফিকুল হাসান (রফিক), দেওয়ান মোহাম্মদ শাহিন ও মোঃ লেলিন। সকল বন্ধুগনের অংশগ্রহণে সুন্দর ভাবে শেষ হয়েছে দিনব্যাপি এ অনুষ্ঠান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.