সংবাদের আলো ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান। বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আব্দুল কুদ্দুস গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম লোকমান হোসেন গাজী। গতকাল বৃহস্পতিবার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়।ইজতেমায় ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। পাশাপাশি ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমানও রয়েছেন।আগামী ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.