ময়মনসিংহে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার
সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা ও দুপুর ১টার দিকে টাউনহল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ (সদর-৪) আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠজন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফেরদৌস জিল্লু (৫৫) ও সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২)।পুলিশ সূত্রে জানা গেছে, বিগত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তারা সশস্ত্র মিছিলে সক্রিয় ছিল এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গাঁ ঢাকা দিয়েছিল। বৃহস্পতিবার বিকালে অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ ভাংচুর ও বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।