গোলাম হোসেন মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী প্রায় ৫০ মিটার পাকা রাস্তায় ‘ইটের আদলা’ ফেলে মেরামত করে দিয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ গোলাম হোসেন। এতে সড়কটিতে চলাচলকারী যাত্রী ও চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজাসহ অন্যান্য নেতাকর্মী। সলঙ্গা বাজার মাদ্রাসা মোড় শহীদ চত্বর থেকে নতুন ব্রীজ পর্যন্ত প্রায় ৫০ মিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দের (গর্তের) সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়কটিতে চলাচলকারী চালক-যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয় এবং প্রায় সময় সেখানে দীর্ঘ যানজটসহ ছোট বড় এক্সিডেন্ট হতে দেখা যায়। জনসাধারণের ভোগান্তি লাঘবে বিএনপি নেতা গোলাম হোসেন নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।তিনি আজ বুধবার বিকালে ইটভাটা থেকে ইটের আদলা কিনে সড়কের বড় বড় খানাখন্দে ফেলে মেরামত করে দিয়েছেন। স্থানীয় ট্রাক চালক রন্জু ও সিএনজি চালক হারুন জানান,রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও সিএনজি চালাতে হতো। এতে যাত্রীদেরও খুব কষ্ট হতো। বিএনপি নেতা গোলাম হোসেন তার নিজ অর্থায়নে রাস্তায় ইটের আদলা ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে। সড়কে চলাচলকারী স্থানীয় বাসিন্দা শিশির,জাহিদ,হাফিজ সহ অনেকেই বিএনপি নেতা গোলাম হোসেনের এ উদ্যোগের প্রশংসা করেন। রাস্তা মেরামতকারী বিএনপি নেতা গোলাম হোসেন বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। তাই তিনি নিজ অর্থায়নে ইটের আদলা ফেলে সড়কটি মেরামত করে জনদূর্ভোগের কিছুটা কষ্ট লাঘব করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.