মান্দায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ) বিকেলে কাঁশোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ প্রমুখ। শেষে ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।