হাওরের কৃষি প্রতিবেশ ও ফসলের বৈচিত্রতা সুরক্ষায় নেত্রকোনায় সংলাপ
নেত্রকোনা প্রতিনিধি: হাওরের কৃষি প্রতিবেশ বিদ্যা ও ফসলের বৈচিত্রতা সুরক্ষায় করণীয় বিষয়ক নেত্রকোনায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় ও পরিবেশবিদ সংগঠন সবুজ সংহতির আয়োজনে বুধবার দুপুরে জেলার হাওর বিস্তৃত উপজেলা মদন উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোহনা জিন্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, উপজেলা সবুজ সংহতির আহ্বায়ক ইমাম হোসেন মেহেদী, ছাত্র প্রতিনিধি কামরুজ্জামান, মনিরুজ্জামান, নাফিসা আনজুম ইমাম প্রাপ্তি সহ প্রমুখ্য।সংলাপ অনুষ্ঠানে হাওরের পরিবেশ প্রতিবেশ ও হাওর পাড়ের জীবন জীবিকা তুলে ধরা হয়। এর মধ্যে গেল কয়েক বছরে হাওর ফসল রক্ষার নামে অপরিকল্পিত বাঁধের ফলে ক্ষতিকর নানা দিক নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও ফসল উৎপাদন করতে গিয়ে হাওরে অধিক পরিমাণে সার কীটনাশকের প্রয়োগ কমানো সহ জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারেও নানা দিক আলোচনা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।