সংবাদের আলো ডেস্ক: সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেলে তিনমাস ১০ দিনের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা চারটি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে তবে স্থায়ী দাঁত লাগানোর চিকিৎসা চলবে। কল্পনার আইনজীবী জানান, অভিযুক্ত দিনাত জাহান ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি লড়াই চলছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে একাত্তর টেলিভিশনের সহযোগিতায় কল্পনাকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাসার মালিক তরুণী দিনাত জাহানকে। ওই বাসায় কল্পনা চার বছর ধরে ছিল। মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পেয়েছেন ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাস দশ দিন চিকিৎসা শেষে কল্পনার এবার বাড়ি ফেরার পালা। তবে কল্পনার সামনের চারটি স্থায়ী দাঁত লাগতে কিছু দিন পর আবার তাকে ঢাকায় আসতে হবে। একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনাকে নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে। গত বছর ১৯ অক্টোবর একাত্তর টিভির সহযোগিতায় কল্পনাকে উদ্ধারের পর চিকিৎসা শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নির্যাতনে কল্পনার ওপরের পাটির সামনের চারটি দাঁত ভেঙে গেছে। হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও ছ্যাঁকার ক্ষত। একদিকে মারধর, অন্যদিকে রক্তশূন্যতা।শারীরিক সমস্যার সঙ্গে আছে মানসিক ট্রমাও। বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের সাথে থাকতে চায় সে। করতে চায় পড়াশুনা। কল্পনার পরিবার তাকে আর কাজে পাঠাবে না। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কল্পনার বেঁচে থাকা সহজ হবে বলে মনে করেন তার মা আফিয়া বেগম। কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নাসির উদ্দিন বলেন, কল্পনার মনোবল দৃঢ় ছিল বলেই গুরুতর সব জখম নিয়েও সে দ্রুত সেরে উঠেছে। মোহাম্মদ নাসির উদ্দীন জানান, কল্পনার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া লাগাতে হয়েছে। কল্পনার দাঁতের চিকিৎসা হয়েছে, তবে আরও কিছু বাকি আছে, যা চলবে। কল্পনারা পাঁচ বোন, এক ভাই। বাবা শরিফ মিয়া কাঠমিস্ত্রির কাজ করেন। থাকেন সিলেটের হবিগঞ্জে। সমাজ সেবা অধিদপ্তর বলছে, হবিগঞ্জে কল্পনার পড়াশোনা ও নিয়মিত খোঁজ খবর রাখতে ঢাকা অফিস থেকে নির্দেশনা দেয়া হয়েছে। মেয়েকে মারধরের অভিযোগে কল্পনার মা আফিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভাটারা থানায় দিনাত জাহানের বিরুদ্ধে মামলা করেছেন। কল্পনার আইনজীবী ফাহমিদা আক্তার জানিয়েছেন, কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর ও ভাই আনান কারাগারে আছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.