দুর্গাপুরে শীতার্তদের মাঝে অগ্রণী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: অগ্রণী ব্যাংক পিএলসি প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোণা অঞ্চলের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নেত্রকোণার দুর্গাপুর অগ্রণী ব্যাংক শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ সার্কেলের উপ- মহাব্যবস্থাপক মো. উজীর হোসেন মোল্ল্যা, নেত্রকোণা অঞ্চলিক কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. হায়দারুজ্জামান।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বিপ্লব চন্দ্র ভৌমিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, অগ্রণী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. কাজল মিয়া, প্রিন্সিপাল অফিসার বিকাশ পাল, সঞ্জয় দাশ, সিনিয়র অফিসার শেখ মেহেদী হাসান, তৌফিক আহমেদ, অফিসার ফরহাদ হোসেন কাঞ্চন, শরীফুল্লাহ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।