বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজশাহী রেলস্টেশনে হামলার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সনাক্তের পর আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর সুমনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতের প্রেরণ করা হবে। এর আগে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়