কিডনি রোগে আক্রান্ত নাগরপুরের মাস্টার্স পাস ছাত্রী ফাতেমা আক্তার বাঁচতে চায়
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের মোঃ রহম শেখের মেয়ে মেধাবী ছাত্রী ফাতেমা আক্তার (৩০) দু’টি কিডনি বিকল হয়ে পড়েছে। মাস্টার্স পাস (ফাতেমা) চিকিৎসাহীনতায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ পিতা ও দিনমজুর ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। ফলে চিকিৎসাহীনতায় সাহায্যের আকুতি জানিয়েছেন ফাতেমা ও তার পরিবার। শিক্ষাজীবনে ফাতেমা ২০১২ সালে এস এসসি পাশ করেন পরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সরকারি সা’দত কলেজ ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। তার ইচ্ছে ছিলো ভালো একটা চাকরি নিয়ে অভাবের সংসারের হাল ধরবেন। কয়েক বছর পার হতে না হতেই তার শরীরে গত (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিডনি বিভাগের ডা. নারগিছ কে দেখালে ধরা পড়ে দুরারোগ্য কিডনি জনিত রোগ। ডা. নারগিছ জানিয়েছেন, ফাতেমা আক্তারের দুটো কিডনির অবস্থা ভালো নেই।কিডনির উন্নত চিকিৎসা করিয়ে অপারেশন না করলে তাকে হয়তো বাঁচানো যাবে না। দ্রুতই তার চিকিৎসা প্রয়োজন। ভুক্তভোগী ফাতেমা আক্তার জানান, আমি মৃত্যুপথযাত্রী। আমাকে আপনারা বাঁচান। আল্লাহর রহমতে আমি আপনাদের সহযোগিতায় সুস্থ হলে বাকি জীবন মানুষের কল্যাণে কাজ করে যাব। ফাতেমা আক্তারের বড় ভাই হাসান আলী বলেন, ঢাকার একটি বেসরকারি হাই স্কুলের দপ্তরি পদে চাকরি করেন, যা ইনকাম হয় তা দিয়ে পরিবারের খরচ চালানোই কষ্ট, ফাতেমা আক্তার চিকিৎসার জন্য প্রতিমাসে প্রায় ৪০ হাজার টাকার ঔষধ লাগে, এত টাকার জোগাড় করা পরিবারের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না, অর্থের অভাবে তার চিকিৎসা বর্তমানে থেমে যাওয়ার পথে। অভাবের সংসারে এখন আর মিলছে না অর্থ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যত দ্রুত সম্ভব তার কিডনি অপারেশন প্রয়োজন। আর এজন্য দরকার অন্তত প্রায় ২০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। ব্যয়বহুল চিকিৎসায় হিমশিম খাচ্ছেন তিনি। তাই সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল, সেবামূলক প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আকুতি জানিয়েছেন এ শিক্ষার্থী ও তার পরিবার। এ ব্যাপারে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, ফাতেমা আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। ছোটবেলা থেকে ধার্মিক প্রকৃতির। কিন্তু বর্তমানে পরিবারটি অসহায় হওয়ায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। তিনি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। হাসান শেখ অনুদানের জন্য বিকাশ নগদ পারসোনাল 01748-929613 ডাচ বাংলা ব্যাংক : 1361580018748 অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট রমনা শাখা ঢাকা : 0200005797400
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।