লালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী তুলে ধরা হয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা , লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক , মডেল প্রেসক্লাব সভাপতি শাহ আলম সেলিম প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ১৬ স্টোলের মাধ্যমে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এছাড়া মেলা প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।