প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে দেশ-বিদেশে সম্মান বৃদ্ধি করা যায় – ইউএনও মিজানুর রহমান
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: দক্ষিন জনপদের ঐতিহ্য গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ তম দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক/২৫ উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের সভাপতি ও ক্রীড়া অনুরাগী সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির নৈপুন্যে দেশ-বিদেশে ভালো ক্রীড়ার সাফল্যে সম্মান বৃদ্ধি পায়। সোমবার সকাল ৯ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন শেষে উদ্বোধনী সভায় এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ সিদ্দিকুর রহমান, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জামায়েতের আমির ডাঃ জাকির হোসেন,সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি মোঃ মিজানুর রহমান সহ প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য, শিক্ষার্থীবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্তকর্তা-কর্মচারী, উপস্থিত ক্রীড়ামোদী জনতা প্রমুখ। উল্লেখ্য যে, প্রথম দিনে ক্রীড়া নৈপুন্য এবং দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.