বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গলাচিপায় মেধাবী শিক্ষার্থী তামান্নার পাশে গণঅধিকার পরিষদ সভাপতি – নুরুল হক নুর

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মেধাবী ছাত্রী তামান্না আক্তার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক অসচ্ছলতা ও অভাব অনটনের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব। বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রচার হয়। এই খবর গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। নুরুল হক নুরের নির্দেশনায় গলাচিপা উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান এবং সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তামান্নার বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান।এ সময় নুরুল হক নুর তামান্নার পরিবারের সাথে যোগাযোগ করে আশ্বস্ত করেন যে, তামান্নার পড়াশোনার যাবতীয় দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন। পাশাপাশি, তামান্নার পরিবার থেকে এনজিও ঋণের সমস্যার কথা জানানো হলে, সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়