বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নানিয়ারচরে মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত, গ্রাহকদের ভোগান্তি

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির কয়েকটি এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে তাদের। গত ২২ জানুয়ারি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বেতছড়ি ও সাপমারাপাড়া নামক কয়েকটি টাওয়ার অফিসে ভাঙচুর, বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট করে দুর্বৃত্তরা। ফলে ওই সব এলাকায় রবি ও এয়ারটেল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যোগাযোগব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে এবং বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। স্থানীয়ভাবে জানা যায়, ওই সব এলাকার নিয়ন্ত্রণাধীন একটি আঞ্চলিক সংগঠন চাঁদা দাবি করলে তা পরিশোধে অস্বীকৃতি জানালে মোবাইল টাওয়ারের সংযোগ কেটে দেয় দুর্বৃত্তরা। তবে এই বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ কথা বলতে রাজি হননি। নেটওয়ার্ক সংযোগ না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্মে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।অনেকেই জরুরি ফোন কল করতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘিলাছড়ির স্থানীয় ব্যবসায়ী মো. ওমর ফারুক বলেন, ‘গত ২২ জানুয়ারি থেকে রবি ও এয়ারটেল নেটওয়ার্ক নেই। অনেকে ফোনে পাচ্ছে না। আমাকে নতুন করে টেলিটক সিম নিতে হয়েছে।’ নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম আলম বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কোনও অভিযোগ পাইনি। তবে ওই সব এলাকায় নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন সেটা শুনেছি। দুই-একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটাও শুনেছি। অভিযোগ না করলে আমরা কীভাবে ব্যবস্থা গ্রহণ করবো?’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়