মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা— প্রশ্ন রিজভীর

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।রুহুল কবির রিজভী বলেন, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।বিভেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কীট পতঙ্গরা যেনো বিএনপিতে না ঢুকতে পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। যারা বহিষ্কার হয়েছেন তারা সদস্য নবায়ন করতে পারবেন না বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়