লালমনিরহাটে সোনালী ব্যাংকে পাশে সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা
সংবাদের আলো ডেস্ক: লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় দেওয়ালের বাহির থেকে সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পড়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার বাহির থেকে সুরঙ্গ খোঁড়ার শব্দ শুনে ব্যাংকের নৈশ প্রহরী পিয়ন চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পায়।পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন। এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনী। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ব্যাংকের পিছন দিক দিয়ে সুরঙ্গ ঘুরতে শুরু করেছিল, তবে ব্যাংকে কোন প্রোকার ক্ষতি করার ক্ষতি হয়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।