নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহজানী এলাকার সাকিনস্থ বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি (৭২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ছামি দুপুরে বাজারে যাওয়ার সময় বিবাদী মো. আব্দুর রহমান মোল্লা, মো. আব্দুর সাত্তার,নাছির উদ্দিন ও আ. কাদের সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও নগদ টাকা লুট ও খুনের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি বলেন, হামলাকারীরা মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের বাধা দিলে গত ১৭ জানুয়ারি আমার ছেলেকে মারধর করেন সে এখন ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে। তার সূত্র ধরে আমাকে গত রবিবার দুপুরে শাহজানি কাঁচাবাজার পাকা রাস্তায় পৌছালে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে ৪ জন এসে অতর্কিত হামলা করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।