বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বাদশা বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা করি। সেই দোয়া মাহফিলকে কেন্দ্র করে শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি বলেন, আমি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসছে আসছে একটি মহল।পরবর্তীতে আমার পদ না থাকায় ২০২৪ সালের ৮মে তৃতীয় বারেরমতো আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড আমাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন এবং সেই অনুযায়ী আমি আবেদন করি।। এ বিষয়ে দোয়া মাহফিলে অংশগ্রহনকারী নেতা-কর্মীরা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান। এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা। এসময় দলীয় নেতাকর্মীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়