বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা বাবু শেখ বলেন, শাহিন একজন সাধারণ ছাত্র ছিল। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছেলের হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শাহিন বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে তাকে মিছিলে দেখা গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পেরেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়েছে। নিজেকে রক্ষার্থে সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আশ্রয় নিয়েছিল শাহিন।সেখানে খোঁজ করে তাঁর আগুনে পোড়া লাশ দেখতে পায়। ডিএনএ পরীক্ষার পর ২০২৪ সালের ৫ ডিসেম্বর রিপোর্টে নিশ্চিত করা হয় যে, লাশটি তার ছেলে শাহিন শেখের। ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালতের নির্দেশে শাহিনের লাশ তার হেফাজতে দেওয়া হয় এবং ১০ জানুয়ারি তা দাফন করা হয়। তিনি ছেলে হত্যার সঠিক তদন্ত ও বিচার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়