শেরপুর প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩ টায় শেরপুর সদরের কাজিরচর ও নামাশেরীর চরে এ পার্টনার ফিল্ড স্কুলের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.সালমা লাইজু। অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও কৃষাণীদের বারি সরিষা-১৭, সূর্যমূখী চাষ ও বার্মি কম্পোস্ট সার ব্যবহার বিষয়ে নানা পরামর্শ প্রদান করা হয়।এসময় অন্যানোদের মধ্যে পার্টনার পোগ্রামের মনিটরিং অফিসার কায়সার আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইসমাতুন জাহান পলাশী, মো: আব্দুল মালেক আকন্দ, মো: মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম খোকন, মো: মনোয়ার হোসেন, মো: হযরত আলী, মো: কে এম নাজমুল হাসান, মোহাম্মদ শরিফুল ইসলাম, মো: সামিউল ইসলাম, মো: সিহাবুন সাদিকসহ উপকারভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.