সংবাদের আলো ডেস্ক: সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএলের একাদশতম আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। এর আগে রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল। রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিলেট ১৮.১ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। তাদের ইনিংসে আহসান ভাট্টি সর্বোচ্চ ২৮ রান করেন, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দল।জবাবে ফরচুন বরিশাল শুরুতে কিছুটা চাপে পড়লেও তামিম ইকবালের অপরাজিত (৫২*) এবং মুশফিকুর রহিমের অপরাজিত (৪২*) রানের কল্যাণে ১৬ ওভারে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে। কাগজে-কলমে সিলেট স্ট্রাইকার্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে থাকলেও বাস্তবে তাদের সম্ভাবনা প্রায় শূন্য।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.