তাড়াইলে দোকানের সাইনবোর্ডে ছাত্রলীগের ফিরে আসার বার্তা
সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা।শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঔষধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’। প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাজু আহমেদের ঔষধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার পর সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা ভেসে উঠে।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক যায়। এরপর ছাত্রলীগ ফিরে আসার বার্তা ভেসে উঠে। হ্যাক হয়ে যাওয়ায় ডিজিটাল সাইনবোর্ড টি বন্ধ করে রাখা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।