সংবাদের আলো ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল-আর্সেনাল-নিউক্যাসেল ইউনাইটেড। এছাড়া জয় নিয়ে মাঠ ছেড়েছে এভারটন ও বোর্নমাউথ। ক্লাবের হয়ে এনফিল্ডের মাঠে সেঞ্চুরি গোলের মাইলফলকে পৌঁছেছেন সালাহ। শনিবার (২৫ জানুয়ারি) ঘরের মাঠ এনফিল্ডে রেলিগেশন অঞ্চলে থাকা ইপসউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন কোডি গ্যাকপো। দলের পক্ষে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সবোসলাই। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ১৯তম গোল করলেন সালাহ, এনফিল্ডে লিভারপুলের হয়ে সালাহর শততম গোল এটি।লিগের অন্য ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের হয়ে গোল করেন রিকার্দো কালাফিওরি। অপরদিকে, সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। এছাআ বোর্নমাউথের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছে তিনে থাকা নটিংহ্যাম ফরেস্ট। এভারটন জিতেছে ১-০ গোলে। এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে লিভারপুল, ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট, ৪১ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.