গলাচিপায় চোরাই গরুর মাংসসহ গ্রেফতার ১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া এলাকার বাদী মনির মৃধার বাড়ি থেকে একটা গরু চুরি হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে। এবিষয়ে বাদী মনির মৃধা গলাচিপা থানা অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আশাদুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মোঃ বেল্লাল ও তার সঙ্গীও ফোর্স সহ স্থানীয়দের সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে আসামী মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে এবং তার ঘর থেকে চুরি হওয়া গরুর ৫৫ কেজি মাংসসহ তাকে গ্রেফতার করে গলাচিপা থানা নিয়ে আসে। এবিষয়ে গলাচিপা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গলাচিপা থানা অফিসার ইনচার্জ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।