আশুলিয়ায় ক্যান্সার রোগীকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট
মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় নাহিউজ্জামান ফিরোজী কৃতি নামের এক ক্যান্সার রোগীর জীবন বাঁচাতে অনুদান সংগ্রহের জন্য চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়াল মো. সালাউদ্দিন বাবু তত্ত্বাবধানে এ চ্যারিটি কনসার্টের মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়। সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় এর সাবেক শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজীর ছোট ছেলে কৃতি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈন উদ্দিন বিপ্লব ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ স্থানীয় জনসাধারণ। উল্লেখ্যঃ কৃতি গত বছর সাভার বি.এম টেকনিক্যাল কলেজ থেকে জি.পি.এ ৪.৩৮ পেয়ে এইচ,এস,সি পাশ করেছে। সে বর্তমানে ইন্ডিয়ার গুরগাও, হারিয়ানা,দিল্লির মেডেন্টা হাসপাতাল ডা: ভি পি সিং এর তত্ত্বধানে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ICU তে রয়েছে। ১৬ ডিসেম্বর কৃতির ১ম সার্জারি করার পর অসংখ্য টিউমারের মধ্যে সবচেয়ে বড় টিউমারটি অপসারণ করা হয়। কিছুদিন পর বায়োপসি টেস্টের মাধ্যমে ক্যান্সার নির্ণয় হয়। কৃতির চিকিৎসাবাবদ প্রতিদিন প্রায় ১ লাখ টাকা চিকিৎসা খরচ হচ্ছে। এ যাবৎ প্রায় ৩০ লাখ টাকার ওপরে খরচ হয়েছে। ডাক্তার ভি.পি সিং-এর প্রত্যাশা সুস্থ্য হতে আরও ১টি অপারেশন ও থেরাপি বাবদ প্রায় ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।