আগৈলঝাড়া প্রতিনিধি: আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্ধোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল, মাদারিপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন উপজেলার ২১টি দল অংশগ্রহন করবে। খেলা উদ্ধোধন পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি মো.এনায়েত খান মনু। এসময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয় যুগ্ম আহবায়ক শিকদার হাফিজুর রহমান,সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, ছাত্রদল নেতা শুভ তালুকদার, সন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো.হাফিজুর রহমান সোহাগ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.