সংবাদের আলো ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে কোনো স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে ওঠতে পারছেন না। তবে একঘণ্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এছাড়াও শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল।অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তারা আরও জানায়ে, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে। এখনও তা (২টা ১৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.