রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরো একজন।শুক্রবার( ২৪ জানুয়ারি) নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসদ আলী মাতব্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম(৫৫)। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের শুঁটকির পাইকারি ব্যবসা করেন। এ ছাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে তাঁর। আহত ব্যক্তির নাম মুহাম্মদ আব্বাস (৩৮)। তিনি জাহাঙ্গীরের মালিকানাধীন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানা যায়,জাহাঙ্গীর আলম জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা।পরে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.