আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশাসনকে ফাঁকি দিয়ে যমুনার চর কাটা রাতে! অবৈধভাবে রাতে যমুনার চর কেটে ট্রাকযোগে বিক্রি করা হলেও জানে না প্রশাসন। উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া, অজুর্না ও গোপালপুর উপজেলার গুলিপেচা এলাকা থেকে দেদারছে চর কেটে বিক্রি করছে মাটি খেকোরা। সরেজমিনে দেখা গেছে, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার সংলগ্ন দুইটি, একই সড়কের সাথে গুলিপেচা ও অর্জুনা এলাকায় আরো দুইটি পয়েন্টে ভিটি বালু বিক্রি করছে স্থানীয় বিএনপির নেতারা। যমুনা নদী শুকিয়ে যাওয়ায় চর জেগে উঠায় বেকু দিয়ে কেটে ট্রাকযোগে বিক্রি করছে। প্রতিট্রাক ভিটি বালু বিক্রি করছে ৩ হাজার টাকায়। গুলিপেচা এলাকার ঘাটের নিয়ন্ত্রণ করছে স্থানীয় মঞ্জু মাস্টার, কুঠিবয়ড়া এলাকায় নিয়ন্ত্রণ করছে অর্জুনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খন্দকার শফিকুল ইসলাম।এর আগে অর্জুনা এলাকায় অবৈধভাবে চর কাটা বন্ধে এলাকাবাসী সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছিল। পরে সেখানে চর কাটা বন্ধ থাকলেও পরবর্তিতে আবারও শুরু হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিএনপির নেতারা যমুনার চর কেটে বিক্রি করছে। এতে কেউ প্রতিবাদ করতে এলে তাকে হুমকি দেয়া হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, বিএনপির কেউ চর কাটার সাথে জড়িত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, চর কেটে বালু বিক্রির বিষয়টি জানা নেই। প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.