সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৩০ কেজি হারে ২১৪ জন সুফলভোগী পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়। স্থানীয় গণমাধ্যম এর তথ্যে, ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর ইউনিয়ন পরিষদের হলরুম উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। এসময় আরো উপস্থিত থাকেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ ও সুফলভোগী পরিবারবর্গ। উল্লেখ্য, গত ২০২৩ ও ২৪ সালের প্রতিমাসে এই ৩০ কেজি হারে ভিজিডি চাল পেয়ে থাকেন সুফলভোগী পরিবারবর্গ। সুফলভোগী মোঃ খায়রুল ইসলাম, ইদ্রিস মিয়া, সেফালি বেগম, হনুফা বেগম, মোঃ জাকির হোসেন, নিত্যা রঞ্জন, বাসু শীল, পরিমল দেবনাথ সহ একাধিক পরিবারের সাথে কথা বল্লে, তারা বলেন,, বিগত ২ বছর যাবত প্রতিমাসে আমাগো চেয়ারম্যান সাব ৩০ কেজি কইরা ভিজিডির চাল দেয়, আমরা গরিব মানুষ হইলেও,
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2025/01/01775068353.jpg)
চেয়ারম্যান সবসময়'ই আমাগো খোঁজ খবর লইছে, আল্লাহ্'র কাছে দোয়া করি আল্লাহ্ যেন ভালো রাহে! এবিষয়ে সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, সরকার যে পরিমাণে বরাদ্দ দেয় তাতে এই ইউনিয়নের জনগনের কিছু হয়না, মাঝে মধে চালের ঘাটতি'ও পুরুন করতে হয়, এমনিতেই চেয়ারম্যান, মেম্বারদের অপবাদের শেষ নাই, তবুও যা পাই তাই সকল ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা করে গরিব হতদরিদ্র মেহনতি মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করছি। পরবর্তী সময় সরকার যদি বরাদ্দ একটু বাড়িয়ে দিতো তা হলে আরো কিছু অসহায় মানুষকে দিতে পারতাম। তবুও, বর্তমান পরিস্থিতি উপেক্ষা করেও অন্তবর্তী সরকার হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করেছেন, এতে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2025/01/f6baaf70-2ff9-47e7-93a8-d7ecba20dfbc-20-10.jpg)