প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
গলাচিপায় ৩টি চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ৩টি বাজাজ প্লাটিনা মটরসাইকেল সহ ২জন চোরকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় আনুমানিক ১মাস পুর্বে উত্তর চর বিশ্বাস ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোঃ শাহ আলম হাওলাদারের পুত্র মোঃ কাওসার (২৭) এর মটরসাইকেল মোঃ আমির গাজীর বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পরে, পর দিন সকালে ঘুম থেকে উঠে মটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি। ২২ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৯টার সময় মোঃ নাজিম নামের এক ব্যক্তির মটরসাইকেল চর বিশ্বাস বাজারের নিকটস্থ হাসপাতালের সামনে থেকে চুরি হয়।
উক্ত চুরির বিষয় চর কাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চর কাজল ইউনিয়নের বর শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ হাসান (৩৬) এর বাড়িতে চোরাইকৃত মটরসাইকেল আছে। পুলিশ তাৎক্ষণিক ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মটরসাইকেল উদ্ধার করে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান জানান ৩টি চোরাই মটরসাইকেল সহ ২জনকে আটক করা হয়েছে। আজকেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে, মামলা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.