বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুয়াশায় মোড়ানো ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে

সংবাদের আলো ডেস্ক: পুরো মাদারীপুর জেলাসহ শিবচর উপজেলায় ঘন কুয়াশার চাদরে মোড়ানো আঞ্চলিক পথ ও শিবচরের ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে। একইসাথে গভীর রাত থেকে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টির মতো শিশিরবিন্দু। এক্সপ্রেসওয়েতে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। যেখানে স্বাভাবিকভাবে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বেগে থাকে। শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্য রাত থেকেই কুয়াশা পড়তে শুরু হয়। শনিবার (২৫ জানুয়ারি) ভোরের আলো ফোটার পর যেন কুয়াশা আরও জেঁকে বসেছে। এদিকে অতিরিক্ত কুয়াশা থাকায় উপজেলার হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি অনেকটা কম রয়েছে। সরেজমিনে দেখা গেছে, শনিবার ভোর থেকেই ঘন কুয়াশার বেশ প্রভাব। শরীরে লাগছে বরফগলা শীতল বাতাস। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও যেন উপর থেকে নিচে নামছে। শিশিরে পথ-প্রান্তর ভিজে আছে বর্ষা মৌসুমের মতো। উপজেলার মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল খুবই সামান্য। স্থানীয় সড়কে থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। আর প্রচন্ড ঘন কুয়াশায় দুর্ভোগ জনজীবনে। রয়েছে স্থানীয় বাজার গুলোতে ক্রেতা শূন্যতা। এদিকে পদ্মাপাড়ের সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন নানান বিপাকে। বেলা বাড়লেও রোদের দেখা না মেলায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের।এছাড়া এক্সপ্রেসওয়েতে অন্যান্য দিনের মতো শনিবার ভোরে দূরপাল্লার পরিবহন খুব একটা দেখা যায়নি। কুয়াশার কারণে সব পরিবহনই হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। শরিয়তপুর জেলা থেকে আগত কাজী ইমাম নামের এক বাইক রাইডার বলেন, জরুরি প্রয়োজনে এই ভোরে মাকে নিয়ে শিবচরে এলাম। সারাপথ ঘন কুয়াশায় ঢাকা, দু’চোখে কুয়াশা ছাড়া কিছুই দেখা যায়না। সারা শরীর কুয়াশার শিশিরে ভিজে গেছে। শিবচরের এক্সপ্রেসওয়েতে চলাচলরত তৈয়ব ফকির নামের এক ব্যক্তি বলেন, আজ খুব কুয়াশা পড়েছে। কিছু দেখা যাচ্ছে না। খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছি। গত ২ দিন ধরে প্রচন্ড কুয়াশা লক্ষ্য করতেছি। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ২/৩ দিন ধরে কুয়াশার প্রভাব বেড়ে চলছে। কুয়াশা বাড়লে সাধারণত মহাসড়কে যানবাহন চলাচল খানিকটা কমে যায়। কুয়াশার বাড়ার সাথেসাথে আমাদের দায়িত্বও বেড়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন প্রান্তে বর্তমানে অবস্থানরত আছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়