আশুলিয়া গণঅধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান, সাভারঃ আশুলিয়ায় গণঅধিকার পরিষদের ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন হয়। এ কর্মী সম্মেলনে আশুলিয়া থানা-গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ঢাকা জেলার আহবায়ক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধান সোনা ইউনিয়ন গণধিকার পরিষদের সদস্য সচিব মো. মারুফ আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, আমরা পাঁচ তারিখের আগে প্রায় ৪২ টি দল একত্রে আন্দোলনে ছিলাম। কিন্তু ৫ই আগস্ট এর দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক দল যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এ আন্দোলন করেছিলাম সেই উদ্দেশ্য এবং লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়েছে। গণতন্ত্রকে পূরণোধ্যারে যে আমরা লক্ষ্য নিয়ে স্বাধীনতা আনলাম একটা ফ্যাসিজ কে দূর করলাম। আমরা আবার সেই ফ্যাসিবাদী আচরণ লক্ষ করতে পারছি। আমরা কোন ফ্যাসিবাদ চাই না আমরা চাই গণতন্ত্র আইনি শাসন বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের গণঅধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। এ সময় অন্যান্যদের ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্নব কুমার শীর্ষেন্দু, আশুলিয়া থানা-গণঅধিকার পরিষদের সভাপতি নুর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ হালিম মাষ্টার, রুহুল আমিন, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফ আহম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।