নজরুল ইসলামঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের অন্যতম বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমসহ কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় ৬'শ, ৪’শ,২’শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২৫টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিশেষ আকর্ষণীয় বালিশ খেলায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ খেলায় অংশগ্রহন করে প্রথম হন। এ খেলাধূলার কার্যক্রম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াৎ হোসেন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা প্রমুখ। দিনব্যাপি ছেলে ও মেয়েদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক আব্দুল বাছেদ ও মনিরুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.