আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ঢাকা জেলার আশুলিয়া থানা উপজেলা সাভার পাথালিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী কৃষকদল পাথালিয়া ইউনিয়ন এর ব্যানারে পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সুবাহান মেম্বার এর বাস ভবন ঘুঘুদিয়া এলাকায় এ সমাবেশ হয়। এ সমাবেশে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফ, পাথালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মো. ওসমানী গণি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামসহ অঙ্গসংগঠন ও মুল দলের নেতাকর্মীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।