বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

সংবাদের আলো ডেস্ক: ঘন কুয়াশার কারণে টানা প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মি‌নিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ৩টা ১০ মি‌নিটের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগু‌লো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে, কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারাপাড়ের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন।এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েন নদী পা‌র হওয়ার অ‌পেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ২০ মি‌নিট থেকে এ রুটে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ১২টি ফে‌রি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়