স্টাফ রিপোর্টার: পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন, বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর চাচা উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের আব্দুল মালেক। (২১জানুয়ারী মঙ্গলবার ) সকাল ১১ টার সময় উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের আব্দুল মালেক তার নিজ বাড়িতে স্টক জনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৬৫) বছর।তিনি ২ স্ত্রী,ও ৫ ছেলে ২ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াই টার সময় তার জানাযা নামাজ কন্যাদহ কানিপাড়া জামেমসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে। এসময় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,উলাশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,উলাশী ইউনিয়ন বিএনপি'র দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,৬নং কন্যাদহ ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলা,বিএনপির নেতা রবিউল ইসলাম খোকন,শার্শা উপজেলা যুবদলের সদস্য সাইফুর রহমান মিলন,ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.