পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নতুন দায়িত্বে অনুপ কুমার চাকমা
রাঙামাটি প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগকৃত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান অর্ন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি শূন্য হয়। দীর্ঘ সময় পর সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আগামী ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে মনোনীত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা। সোমবার (২০ জানুয়ারি) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ৬(২) ধারা অনুসারে অন্যান্য ব্যবসা, চাকুরি, সংগঠনের সাথে সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য এই নিয়োগ কার্যকরের কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সচিব পদমর্যাদা ও আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জানা গেছে, অনুপ কুমার চাকমা মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।