বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন গাজীপুরের কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দিনভর অভিযান চালিয়েছে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের কর্মকর্তারা। এ অভিযানে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ৬ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন হয়। সোমবার (২০ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকায় চারটি পয়েন্টে কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় ছয়শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল রাতের আঁধারে অবৈধভাবে এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল। আমরা সে সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসোয়াত, উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়