বাঞ্ছারামপুর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়ন কল্যাণপুর গ্রামের দক্ষিণ পাশে ধলিবিল থেকে অবৈধ ড্রেজার দিয়ে দীর্ঘ দিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। আজ সোমবার বিকাল ৫ টার দিকে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এই সময় ড্রেজার মালিক কে দেড় লক্ষ টাকা জরিমানা করেন। দুইটি ব্যাটারি জব্দ করেন ও ২০০ ফুট পাইপ ভেঙ্গে দেয় সহকারী কমিশনার( ভূমি) মোঃ নজরুল ইসলাম।স্থানীয়রা জানানঃ ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় গভীর গর্ত হয়ে জমি গুলো পুকুরে রুপান্তরিত হচ্ছে, যার ফলে পাশের জমি গুলো ভাঙনের ও হুমকির মুখে পড়েছে। যে ভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক চলছে, এতে দ্রুত এই অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। বাঞ্ছারামপুর সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানান, আজকে ড্রেজার মালিক কে দেড় লক্ষ টাকা জরিমানা ও দুটি ব্যাটারি জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.