সলঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২৫ (বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও সুপারভাইজার আ.ফ.ম.জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোটার হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন কমিশনার জনাব সন্দীপ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনিরুজ্জামান, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব।আরও উপস্থিত ছিলেন সলঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুমিনুল ইসলাম শাহিন,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদার,জগন্নাথপুর সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তথ্য সংগ্রহকারী তাজমিলুর রহমান,শিক্ষক শাহ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় নতুন ভোটারদের ফুল ও কেক কেটে বরণ করে নেওয়ার পাশাপাশি দেশের সুনাগরিক হয়ে দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহনের জন্য শপথ পাঠ করানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।