টাঙ্গাইলের ভূঞাপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে এবং সম্পাদক হাসান ছারোয়ার লাভলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কবির হোসেন, সাংস্কৃতিক জোট কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, শাহজাহান মিয়া, আব্দুল করিম খান, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, মামুন তরফদার, হারুন অর রশিদ হিটলার, বজলুর রশিদ, আব্দুস সাত্তার তালুকদার, প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।