চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। (২০ জানুয়ারি) সোমবার সকালে উপজেলার খাষকাউলিয়া ইউপি কার্যালয়ে ২০ দিন ব্যাপী ভোটার তালিকা হালনাগাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল বাতেন, খাষকাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, প্রমুখ। এতে অংশ নেন উপজেলার ৭টি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন তথ্য সংগ্রহকারি শিক্ষক ও ১২ জন সুপারভাইজার। এছাড়াও নির্বাচন অফিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.