বাঘাইছড়িতে পোস্ট অফিসের জরাজীর্ণ অবস্থা
রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মারিশ্যা পোস্ট অফিসটি এক সময় স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি কেন্দ্র ছিল। তবে দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব এবং উদাসীনতার কারণে বর্তমানে এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পোস্ট অফিসটির এমন অবস্থার কারণে স্থানীয়দের জন্য সেবা গ্রহণ তো বটেই, এর ভৌত অবকাঠামোই এখন নিরাপত্তাহীন হয়ে উঠেছে। সরজমিনে দেখা গেছে, মারিশ্যা পোস্ট অফিসের বর্তমান চিত্র অত্যন্ত দুঃখজনক। জানালাগুলো ভেঙে গেছে, দরজাগুলোর অবস্থাও ভয়াবহ। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে, কারণ বৃষ্টি হলে অফিসের ভেতরে পানি ঢুকে পড়ে। এমনকি পোস্ট অফিসের ছাদ থেকেও বৃষ্টির পানি চুঁইয়ে পড়ে, যার ফলে নথি এবং অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একটি সরকারি অফিসের এমন বেহাল দশা দেখে স্থানীয় জনগণ হতাশ ও ক্ষুব্ধ। এটি শুধু পোস্ট অফিস নয়, বরং এলাকাবাসীর জন্য একটি প্রয়োজনীয় সেবাকেন্দ্র, যা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আজ কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মারিশ্যা পোস্ট অফিসে সাধারণত মাত্র ২ জন কর্মচারীকে কাজ করতে দেখা যায়, যদিও একটি পোস্ট অফিসের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য আরও জনবল থাকা উচিত। সীমিত সংখ্যক কর্মচারী হওয়ার কারণে পরিষেবার মানও অনেকক্ষেত্রে ব্যাহত হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে অফিসের জরাজীর্ণ অবস্থা, যা কর্মচারীদের কাজ করার পরিবেশকেও কঠিন করে তুলেছে।ভাঙা দরজা-জানালার কারণে পোস্ট অফিসটি পুরোপুরি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এটি এখন যে কোনো চুরি বা নাশকতার ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র, ডাক, এবং পোস্টাল সরঞ্জাম নষ্ট হওয়ার বা চুরি যাওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতি পোস্ট অফিসের কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। বর্ষার সময় পোস্ট অফিসে পানি ঢুকে কার্যক্রম বন্ধ হয়ে যায়। মেঝেতে পানি জমে থাকায় কর্মচারীদের কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় এলাকাবাসী তাদের প্রয়োজনীয় ডাকসেবা থেকে বঞ্চিত হন। স্থানীয় বাসিন্দা রহমান জানান, “বছরের পর বছর আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। বর্ষার সময় তো পোস্ট অফিসে যাওয়াই সম্ভব হয় না।” স্থানীয়দের অভিযোগ, মারিশ্যা পোস্ট অফিসের এই করুণ অবস্থার দ্রুত সমাধান করা উচিত। এটি শুধুমাত্র একটি স্থাপনার সমস্যা নয়, এটি সরাসরি এলাকার মানুষের জীবনযাত্রার মান এবং সরকারি সেবার ওপর প্রভাব ফেলে। স্থানীয় প্রশাসন এবং ডাক বিভাগের উচিত অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। একটি কার্যকরী এবং আধুনিক পোস্ট অফিস নির্মাণের মাধ্যমে মারিশ্যার জনগণকে আবারও উন্নত সেবা প্রদান করা সম্ভব। এলাকাবাসী আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করে দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এ বিষয়ে মারিশ্যা পোস্ট মাস্টার সুবল কান্তি বড়ুয়া বলেন, আমরা লিখিত এবং মৌখিক ভাবে জেলা পোস্ট মাস্টারকে বিষয়টি অবগত করলেও আমাদের কোন প্রতি উত্তর দেয়নি। এখানে মানুষের সম্পদ যেমন অনিরাপদ, তেমনি আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বর্ষার মৌসুমে কাজ করা একই বারে অসম্ভব হয়ে পরে। জেলা পোস্ট মাস্টার গোপাল নাথ বলেন, মারিশ্যা-৪৫৯০ পোস্ট অফিসের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের এমন বেশ কয়েকটি পোস্ট অফিসের নাজেহাল অবস্থা রয়েছে। ধাপে ধাপে কাজ চলছে। বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পোস্ট অফিসের প্রকল্প আসলে ওটার কাজ শুরু করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।